ইস্কুল জীবনের প্রেম ❤️
আমার এই গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক। কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সময়টা ২০১৩ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। আমরা জানি জানুয়ারি মাসে নতুন ভর্তি নেওয়া হয় ইস্কুলে। ক্লাস চলছিলো অষ্টম শ্রেণীর রুমে। হঠাৎ সাদা ড্রেস পরা পরীর মতন একটা মেয়ে ক্লাসরুমে প্রবেশ করলাম। এই মেয়েটাকে আগে কেউ দেখেনি নতুন ভর্তি হয়েছে অষ্টম শ্রেণীতে। মেয়েটার বাবা সরকারি জব করায় ট্রান্সফার হওয়ার কারণে মেয়েটি এই স্কুলে ভর্তি হয়েছে। মেয়ে বাবা ফ্যামিলি সহ এখানে চলে এসেছে। মেয়েটির নাম সানজানা।
এ ভাবে বেস কিছু দিন হয়ে গেলো সানজানার ভালোই চলছিলো ইস্কুল জীবন। বছরের শেষের দিকে অক্টোবর মাসে তার ফাইনাল পরীক্ষা। পড়াশোনার খুব চাপ চলছে।
পরীক্ষার বাকি বেশি দিন নেই। সানজানা চিন্তা করলো এইবার ফাইলান পরীক্ষা দিয়ে পিকনিক যাবো বন্ধুদের সাথে। যাই হোক পরীক্ষা দিন সকালে ইস্কুলে পরীক্ষা দিতে গিয়ে রুমে প্রবেশ করে তার সিটে গিয়ে বসলো। কিছু খন পরে তার পাশে সিটে ১০ম শ্রেণীর একটি ছেলে সিট পরছে। সানজানা ছেলেটিকে দেখে অভাগ হয়ে গেলে। সাদা সাট পড়া আর লম্বা সুন্দর গোল চেহারার অধিকার ছিলো ছেলেটি। সানজানার দেখে ভালো লেগেছিলো। ভালো লাগায় মত একটি ছেলে।
আগেই বলেছিলাম সানজানা ছিলো ৮শ্রেণীর ছাত্রী। তার চেয়ে দুই ক্লাস উপরে পড়াশোনা করে ছেলেটি।
যাই হোক পরীক্ষা শুরু হলো। সানজানা পরীক্ষা খাতায় লিখে আর ছেলেটি দিকে চোখ বেকে তাকাতে ছিলো। পরীক্ষা শেষে সানজানা তার পাশের সিটে বসা ছেলেটি জিজ্ঞেস করল ভাইয়া আপনি কোন ক্লাসে পড়াশোনা করে। ছেলেটি বল্লো ১০ম শ্রেণীতে। তুমি ? সানজানা বল্লো ৮ম শ্রেণীতে। তোমার পরীক্ষা কেমন হলো? জি ভাইয়া ভালো হয়েছে। তারপর যে যার মত বাড়িতে চলে গেলো।
সানজানা রাতে আবার ছেলেটি কথা চিন্তা করলো। এতো ভালো আর সুন্দর একটা ছেলে। ওকেতো আমি প্রথম দেখে ভালো লেগেছে। আমও যদি ওর সাথে প্রেম করতে পারতাম। আমি যদি ওকে ভালোবাসাতে পারতাম। যাই হোক পরীক্ষা চলছে এর ভিতর এগুলো নিয়ে চিন্তা করার যাবে না।
পরের পাঠ আসিতেছে,,,,,,,,,,,,