অপেক্ষা




আমার এই গল্প টি সম্পন্ন কাল্পনিক। কার ও জীবনের সাথে মিলে গেলে আমরা দায়ই নয়।

 বাবা-মা আর চার সন্তানের পরিবার। চার সন্তানের মধ্যে একটি মাএ আদরের মেয়ে নাম জুমুর। সে একটি কলেজে পড়াশোনা করতো।সে কলেজ থেকে আশা যাওয়া পথে একটি ছেলে তাকে প্রতি দিন পিছু করতো। 

একদিন জুমুর এই বিষয় টি লক্ষ করলো সে একটি ছেলে তাকে ফলো করে। এ ভাবে কয় একদিন লক্ষ করার পরে জুমুর তাকে জিজ্ঞেস করলো আপনি আমার পিছু নিয়ে আসেন কেনো আমি অনেক দিন যাবত লক্ষ করি আপনি আমাকে ফলো করেন। কেনো?  

ছেলেটি তখন তাকে বল। আপনাকে দেখতে ভালো লাগে তাই আপনার পিছনে আপনাকে দেখতে আসি। আমি আপনাকে কিছু বলতে চাই। কিন্তু সাহস করে বলতে পারি না। 

আপনার কিছু বলার দরকার নাই। আপনি আর আমার পিছনে আসবেন না। অন্য লোক দেখলে খারাপ ভাববে। চলে যান এখান থেকে।

এই কথা বলে জুমুর বাড়িতে চলে এলো। 

তার একটু খারাপ ও লাগলো ছেলেটার জন্য। এ ভাবে বলা ঠিক হয় নায়। আরও একটু নরম করে বলা উচিত ছিলো।আচ্ছা আগামীকাল আসলে বলে দিবো। 

পরের দিন জুমুর কলেজ থেকে বাড়িতে আসার সময় আর ছেলেটি দেখতে পেলো না। সে ভাবলে লাগলো তার কি কোনো কিছু হয়েছে নাকি অসুস্থ পরে পরলো।এ কথা ভেবে জুমুর বাড়িতে চলে গেলো। পরে দিন সকালে কলেজা যাওয়ার সময় তার বান্ধবী কে জিজ্ঞেস করলো। কলেজ থেকে ফেরার পথে যে ছেলেটি দাড়িয়ে থাকতো সেই ছেলেটি কে আর দেখছি না। তুই কি তার সম্পর্কে জানিস কিছু।

তখন তার বান্ধবী তাকে ছেলেটি সম্পর্কে বলতে লাগলো। তোর কলেজ যাওয়ার সময় যে ছেলেটি দাড়িয়ে থাকতো সে আমার বড় ভাই।তার আজ দুইদিন পযন্ত জ্বর। বাড়িতে আছে। 

তার এই কথা শুনে জুমুর চিন্তা পরে গেলো। তখন তার বান্ধবী বুঝতে পরে যে তার ভাই কে জুমুর পছন্দ করে। জুমুরের ছেলেটি জন্য অনেক চিন্তা হয়। সে বুঝতে পারলো এটাই ভালো লাগা। ভালোবাসা মনে হয়। তা না হলে ও জন্য এতো চিন্তা হয় কেনো। জুমুরের কোনো কিছু তে ই মন বসে না। সে রাতে গুমতে গেলে তার কথা মনে পরে। 

সকালে তারাতাড়ি করে কলেজের জন্য বের হয় জুমুর। কলেজে যাওয়ার পর তার বান্ধবী কে জিজ্ঞেস করলো তোর ভাইয়ের জ্বর করছে। সে বলল না কমে নায়।তখন তাকে বলল আমি আজ কলেজ শেষ করে তোর সাথে যাবো তোদের বাড়িতে। 

কলেজ শেষ করার পর জুমুর তার বান্ধবী সাথে তাদের বাড়িতে গিয়ে দেখে ছেলেটি শুয়ে আছে। জুমুর তার কাছে গিয়ে বলল I am sorry তখন ছেলেটি তার দিকে তাকিয়ে বলল তুমি এখানে কি ভাবে এলে জুমুর বলল আপনার বোনের সাথে। ছেলেটি আর কিছু বলল না তার দিকে চেয়ে আছে। কিছুখন পরে জুমুর বলল আমি চলে যাই বাড়িতে। আপনি ভালো করে শরীরের যত্ন নিয়েন সঠিক সময়ে ঔষধ খাইয়েন। 

এই বলে জুমুর ছেলেটি বাড়ি থেকে বের হয়ে গেলো। বাড়িতে এসে আবার তার চিন্তা ছেলেটি জন্য সে বলল আমি ছেলেটি জন্য এতো পাগল কেনো আমি কি তাকে ভালোবেসে ফেলেছি। এটাই কি ভালোবাসা। আমি ওকে ছাড়া কিছু ই ভাবতে পারি না কেনো। 





পরের পাঠ আসতেছে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url